নিউজ ডেস্ক - বুধবার দুপুরে হাওড়ার বঙ্কিম সেতুতে দাঁড়িয়ে থাকা বাসে সজোরে ধাক্কা মারে অপর একটি বাস। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। মিনি বাস দ্রুত গতিতে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বঙ্কিম সেতুর উপর উল্টোডাঙা রুটের একটি মিনিবাস দ্রুতও গতিতে হাওড়া-শিয়ালদা রুটের একটি বেসরকারি পাবলিক বাসের পিছন দিক থেকে ধাক্কা মারে। আর এই ঘটনায় আহত হয়েছেন ৮ থেকে ১০ জন যাত্রী। তাঁদের হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়।
তবে এদের মধ্যে ৪ জন গুরুতর আহত হন। তাঁরা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক বলে খবর। আহতরা বর্ধমানের বাসিন্দা , তাঁদের আজ শালিমার থেকে ট্রেনে করে এদিন তাঁদের চেন্নাই যাওয়ার কথা ছিল। স্টেশনে যাওয়ার পথেই এই দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনার পর ঘটনাস্থলে যায় হাওড়ার গোলাবাড়ি থানা পুলিশ পৌঁছেছে। দুটি বাস সহ চালক ও কন্ডাক্টরকে আটক করা হয়েছে।