নিউজ ডেস্ক -শনিবার হরিয়ানার সোনিপতে অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের জেরে মৃত্যু হল ৩ জনের এবং আহত ৭ জন। ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদন অনুযায়ী জানা যাচ্ছে, মৃত্যু তিনজনের দেহ বিস্ফোরণের তীব্রতার জেরে একেবারে ঝলসে গিয়েছে। আর আহতরাও গুরুতর জখম হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
জানা যাচ্ছে, ওই এলাকার একটি বাড়িতে এই অবৈধ বাজি কারখানাটি চলছিল। সেখানে বাজি তৈরিতে নিয়ম বহির্ভূতভাবে বেআইনি রাসায়নিক পদার্থ ব্যবহার করা হতো।আর সেই সব উপাদান থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ, দমকল কর্মী, ফরেন্সিক টিম যায়।
সোনিপতের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ জিত সিং সংবাদসংস্থা এএনআইকে বলেন, “ঘটনাস্থল থেকে আমরা বিস্ফোরক উদ্ধার করেছি। কয়েকজন বলছিলেন সিলিন্ডার বিস্ফোরণের শব্দ পেয়েছেন। এফএসএল টিম দেখছে বিষয়টি।”ঘটনার পর বাড়ির মালিকের খোঁজে তল্লাশি চলছে।