নিউজ ডেস্ক - বৃহস্পতিবার বিশ্বভারতীর আম্রপালি গার্লস হস্টেল থেকে উদ্ধার অনামিকা সিংহ নামে ছাত্রী দেহ । আর আরজি করের ঘটনা আবহে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে প্রবল শোরগোল। প্রাথমিকভাবে অনুমান, ওই ছাত্রীটি বিষ খেয়ে আত্মহত্যা করেছেন। মৃতটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জানা যাচ্ছে, ওই ছাত্রী বারাণসীর বাসিন্দা ।তিনি বিশ্বভারতীর শিল্প সদনে পড়াশোনা করছিলেন। ওই দিন সন্ধ্যা ৬ .৪০ এ তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। বিশ্বভারতী কর্তৃপক্ষ সূত্রে খবর, ছাত্রীকে উদ্ধার করে প্রথমে বিশ্বভারতীর নিজস্ব হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁর অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ায় সেখান থেকে তাঁকে দ্রুত বোলপুর মহকুমা হাসপাতালে স্থানান্তর করা হয়,আর সেখানকর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তবে কী কারণে মৃত্যু, তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান আত্মহত্যার ঘটনা বলে মনে হলেও, এর পিছনে কি অন্য রহস্য আছে , তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করা হয়েছে। হস্টেলের আবাসিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।