নিউজ ডেস্ক - বেঙ্গালুরুতে খুনে মূল অভিযুক্তকে শীঘ্রই গ্রেফতার করার কথা জানিয়েছিল কর্নাটকের পুলিশ।কিন্তু সেই মূল অভিযুক্ত বেঙ্গালুরু পুলিশের টিম ওড়িশা পৌঁছানোর আগেই আত্মঘাতী হয়। বুধবার বেঙ্গালুরু পুলিশ জানায়, মুক্তিরঞ্জন প্রতাপ রায় নামে ওই অভিযুক্ত আত্মহত্যা করেছে।
প্রসঙ্গ অনুযায়ী , গত শনিবার বেঙ্গালুরুর একটি ফ্ল্যাটের ফ্রিজ থেকে এক যুবতীর ৩০ টুকরো করা দেহাংশ উদ্ধার হয়। আর তারপর থেকেই চলছিল অভিযুক্তর তল্লাশি।বুধবার কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বর বলেন, “পুলিশের কাছে তথ্য রয়েছে যে মূল অভিযুক্ত ওড়িশায় রয়েছে। তাকে ধরতে পুলিশের একাধিক টিম রওনা দিয়েছে।” বেঙ্গালুরু পুলিশ বিষয়টিকে গভীরভাবে তদন্ত করছে বলে জানান তিনি। কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছিলেন, পুলিশ মূল অভিযুক্তকে ট্র্যাক করছে। কিন্তু ওড়িশায় সে ঘন ঘন তার অবস্থান পরিবর্তন করছে।
জি পরমেশ্বর আরও বলেন, জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হলে জানা যায়, মুক্তিরঞ্জন প্রতাপ রায় মূল অভিযুক্ত। তাকে গ্রেফতার করতে পারলে ঘটনার অনেক কিছুই প্রকাশ হবে । মধ্য বেঙ্গালুরুর ডেপুটি কমিশনার অব পুলিশ শেখর এইচ টেক্কানভর জানান, "মুক্তিরঞ্জন প্রতাপ রায়কে গ্রেফতারের আগেই সে আত্মঘাতী হয়েছে। এই খুনের তদন্ত এবার কোন পথে এগোবে, তা নিয়ে অবশ্য তিনি কিছু বলেননি।"