নিউজ ডেস্ক - শনিবার সকালে শিলিগুড়ির বিধান মার্কেটে আগুন লেগে পুড়ে ছাই হল ২২ টি দোকান। এইদিন সকাল ৯.৩০ নাগাদ ব্যবসায়ীরা আগুনের শিখা দেখতে পেয়ে দ্রুত দমকলে খবর দিলে দ্রুতও দমকলের দু’টি ইঞ্জিন এলাকায় পৌছায়। তারপর ৯টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। সাথে বিএসকেও খবর দেওয়া হলে তারাও আগুন নেভানোর কাজে হাত লাগান।
তবে, ব্যবসায়ীদের অভিযোগ যে দমকলের একাধিক গাড়ি দেরিতে আসার ফলে মার্কেটে বিপুল ক্ষতি হয়েছে। পুজোর মুখে ক্ষতির কারণে চিন্তা সৃষ্টি হচ্ছে ব্যবসায়ীদের মধ্যে। ব্যবসায়ীদের অভিযোগ, শিলিগুড়ির সবচেয়ে পুরনো বাজার হওয়ার পরও এখানে আগুন নেভানোর কোনওরকম ব্যবস্থা নেই। ফলে এত বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে। ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ জানতে না পারা গেলেও ব্যবসায়ীদের দাবি তা কোটি টাকার মাত্রা ছাড়িয়ে যেতে পারে। অবশেষে প্রায় চার ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ-সহ অন্যান্যরা।