নিউজ ডেস্ক - টানা তিনদিনের বৃষ্টির জেরে বাঁকুড়া থেকে জল এসে ঢুকছে দ্বারকেশ্বর নদ। ফলে হুগলি জেলার আরামবাগ কার্যত ভাসছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অবস্থার কারণে অনেকেই ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়ছেন। আরামবাগ পুরসভার তরফে দ্বারকেশ্বরের পার ঘেঁষে মাইকিং চলছে।প্রবল বৃষ্টি ও হাওয়ার দাপটকে অতিক্রম করে এরইমধ্যে ভিজে ভিজেই লোকজন অস্থায়ী তাঁবু তৈরি করছেন। ওই এলাকার বেশ কিছু বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে।
তবে এলাকার অনেকেই আরামবাগ পুরসভার ভূমিকা নিয়ে সন্তুষ্ট নন। কারণ পুরসভা আলোর ব্যবস্থাও করেনি।আর রাতে যে স্থানে বাঁধের অবস্থা অপেক্ষাকৃত খারাপ ও বিপজ্জনক সেখানে বালির বস্তা দেওয়া হচ্ছে। এলাকার এক মহিলা রেখা সাউ জানালেন, “বুক ধড়ফড় করছে। খুব ভয়ে আছি। দ্বারকেশ্বর নদের জল যেভাবে বাড়ছে, কখন যে সব ভাসিয়ে নিয়ে যাবে কে জানে! এভাবেই থাকতে হবে তাঁবু খাটিয়ে। সারাদিন বাড়ি থাকি না, লোকের বাড়ি কাজ করি। এসে দেখছি এই অবস্থা। অর্ধেক মাল তো ঘর থেকে বেরই করতে পারিনি। কী জানি কী হবে। পুরসভা থেকে ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এসেছিলেন। আলোর কথা বলেছিলাম। বললেন আজ আর হবে না, আগামিকাল করে দেবেন।"