নিউজ ডেস্ক - লখনৌয়ের বিভূতিখণ্ড এলাকার HDFC ব্যাঙ্কের একটি শাখায় উদ্ধার হল ৪৫ বছরের অফিসার সাদাফ ফাতিমা নামে এক মহিলা দেহ।সেই অফিসারের রহস্যমৃত্যুতে ফের কর্মক্ষেত্রে অমানুষিক চাপের অভিযোগ উঠছে। জানা যাচ্ছে,HDFC ব্যাঙ্কের শাখায় অ্যাডিশনাল ডেপুটি ভাইস প্রেসিডেন্ট পদে কর্মরত ছিলেন ওই মহিলা।অতিরিক্ত পুলিশ কমিশনার রাধারমণ সিং জানান যে মৃত ওই মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
তবে ,সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সাদাফ ফাতিমার সহকর্মীরা দাবি করছেন যে, কাজের চাপের জন্যই মৃত্যু হয়েছে তাঁর। সূত্রের খবরে জন যাচ্ছে,তিনি চেয়ার বসে থাকতে থাকতে হঠাৎ পড়ে যান। এই মৃত্যুকে ঘিরে আত্মহত্যার তত্ত্বও খতিয়ে দেখছে পুলিশ। লখনৌয়ের এই ব্যাঙ্ক কর্মীর মৃত্যু ঘিরে করে বিতর্ক সৃষ্টি হয়েছে।সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব লখনৌয়ের এই ঘটনাকে কেন্দ্র করে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে লেখেন, "সমস্ত সরকারি এবং বেসরকারি সংস্থাগুলির এ বার ভাবার সময় এসেছে। এই ক্ষতি অপূরণীয়। একাধিক মৃত্যুতে অফিসগুলিতে কাজের পরিবেশ নিয়ে প্রশ্ন উঠছে।"