BREAKING: তিনদিন ধরে নিখোঁজ থাকার পর সেচ খাল থেকে উদ্ধার হল এক ব্যক্তির দেহ



নিউজ ডেস্ক - বাঁকুড়ার তালডাংড়ার আধকড়া গ্রাম সংলগ্ন এলাকায় শৌচকর্ম করতে বাড়ি থেকে বেরোনোর পর তিন দিন নিখোঁজ ছিলেন নিতাই দুলে নামে এক ব্যক্তি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজ করেন। পরে ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। জানা যাচ্ছে ওই ব্যক্তির বাড়ি তালডাংরা থানার আধকড়া গ্রামে।

পুলিশ ও পরিবার সূত্রে খবর, গত তিনদিন ধরে নিখোঁজ থাকায় তাঁর  আত্মীয়দের বাড়িতে খোঁজ নিয়েও কোনও খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে গ্রাম লাগোয়া এস্থানীয় খালে ওই ব্যক্তির পচাগলা মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত পুলিশে খবর দেওয়া হলে তালডাংড়া থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন