নিউজ ডেস্ক - শনিবার রাত ৯ টা নাগাদ মুর্শিদাবাদের জলঙ্গি থানার কাটাদাড়া এলাকার এক নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার হল এক যুবকের দেহ । ওই যুবকের দেহ প্রথমে দেখতে পান বাড়ির মালিক ও স্ত্রী। এলাকার লোকজন ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যে স্থানে এই ঘটনা ঘটেছে তার পাশেই আছে যুবকের বাড়ি। কিন্তু, মৃত্যুর কারণ নিয়ে উঠছে প্রশ্ন। খুন নাকি দুর্ঘটনা তা নিয়ে তৈরি হয়েছে শোরগোল।
সূত্রের খবর যে, ওইদিন রাত ৮ টার সময় বাড়ি থেকে টর্চ নিয়ে বেরিয়েছিল মনিরুল। আর এরপর কিছু সময়ের মধ্যে সেখানে আসেন বাড়ির মালিক ও তাঁর স্ত্রী। দূর থেকে টর্চের আলো জ্বলতে দেখে এগিয়ে যেতেই তারা দেখতে পান বাড়ির মধ্যে যে চেম্বার খোলা হয়েছিল তার ভিতর মুখ থুবড়ে পড়ে রয়েছে ওই যুবক। মুহূর্তেই তারা চিৎকার শুরু করে দেন। তাঁদের চিৎকার শুনেই ছুটে আসেন প্রতিবেশীরা। পুলিশের কাছে খবর গেলে পুলিশ এসে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পুরো ঘটনা খতিয়ে দেখছেন পুলিশ। এলাকার এক বাসিন্দা বলছেন, “কিছুই বুঝতে পারছি না কী করে এমনটা হল। চেম্বারের ভিতরেই কী করে গেল। সবাই তো ওকে তুলে হাসপাতালে নিয়ে গেল। কিন্তু বাঁচানো যায়নি। ডাক্তাররা জানিয়েছে মারা গিয়েছে।”