BREAKING: ঝড় - বৃষ্টির জেরে গাছ ভেঙে পড়ল অটোর উপর , মৃত্যু ১ আহত ১

 


নিউজ ডেস্ক - নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে হওয়ায় ঝড় বৃষ্টির কারণে বীরভূমে অটোর উপর গাছ ভেঙে পড়ে মৃত্যু হল এক অটোয় সওয়ার ব্যবসায়ীর।পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে প্রবল ঝড় বৃষ্টির মধ্যেই ব্যবসার কাজে বেরিয়েছিলেন ননীগোপাল ব্যাপারী। ওই দিন সকাল ৯.৩০ নাগাদ সিউড়ি থেকে ব্যবসার মালপত্র নিয়ে অটোয় চেপে ইলামবাজারে যাচ্ছিলেন ।সেই সময়ে পথে ১৮ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা পল্লি এলাকায় অটোর উপর গাছ ভেঙে পড়ে। এরপর গুরুতর আহত হন তিনি এবং অটোর চালককে দুজনেই। তাদের উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ব্যবসায়ীর।

আর হাসপাতালে ভর্তি রয়েছেন অটোর চালক। তাঁর মাথায় এবং শরীরের নানা অংশে চোট লেগেছে। ঘটনার ফলে সিউড়ি থেকে বোলপুর যাতায়াতের প্রধান রাস্তায় যানজট তৈরি হয়। পুলিশ এবং দমকল কর্মীরা সেখানে পৌঁছে গাছ কেটে রাস্তা পরিষ্কারের কাজ করছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন