নিউজ ডেস্ক - আরজি কর ঘটনার ১ মাসের মধ্যেই এবার আরও একটি নার্সিংহোম থেকে উদ্ধার হল এক যুবকের ঝুলন্ত দেহ। পূর্ব মেদিনীপুরের তমলুকের একটি বেসরকারি হাসপাতালে উদ্ধার হয়েছে সাহেব দাস নামে ওই যুবকের দেহটি। ওই যুবকের বাড়ি পূর্ব মেদিনীপুরের বাকচা এলাকায়। জানা যাচ্ছে,ওই নার্সিংহোমেই বিগত প্রায় সাত বছর থেকে ওটি কর্মী হিসেবে ওই যুবক কর্মরত ছিলেন। হাসপাতাল সূত্রে খবর, রবিবার কাজে আসেননি সে কিন্তু রাতে হঠাৎ নার্সিংহোমে এসে সরাসরি ওটি রুমে ঢুকে যান। তারপর তাঁকে আর কেউ দেখতে পাইনি বলে জানা যাচ্ছে। রাত সাড়ে ১২ টা পর্যন্ত ওটি চলেছিল।আর তারপরেই ওটি রুমে প্রবেশ করে ওই যুবক। সূত্র মারফত খবর, সম্ভবত ভোরের দিকেই সে আত্মহত্যা করে।
পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে যে, প্রেম ঘটিত সম্পর্কে বিচ্ছেদের কারণেই সে এমন ঘটনা ঘটিয়েছেন বলে অনুমান। সকালে বাবা-মার সামনেই তমলুক থানার পুলিশ দেহ উদ্ধার করে। দেহটি ময়না তদন্তের জন্য তমলুক হাসপাতালে পাঠানো হয়। সাহেবের বাবা বলেন, “মৃতের আমি দোকানে কাজ করছিলাম। তারপর শুনি সাহেব নাকি গলায় ফাঁস লাগিয়েছে। এলাকার লোকজনই খবর দিল। এর থেকে বেশি কিছু জানি না।”