নিউজ ডেস্ক - হুগলির বালাগড়ে শনিবার সিজা কামালপুরে হাত, পা বাঁধা অবস্থায় এক পরিযায়ী শ্রমিককের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল । জানা যাচ্ছে , সাগর শেখ নামে ওই শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদের ভগবানগোলা থানার হনুমন্তনগরে। পুলিশের প্রাথমিক ভাবে অনুমান, খুন করার পর তার দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে । তাঁর সঙ্গে কাজ করতে আসা আরও বেশ কয়েকজন শ্রমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।সূত্রের খবর, কিছুদিন আগে পঁচিশ জন মতো পরিযায়ী শ্রমিক পিএইচই জলের পাইপ লাইনের কাজে বলাগড়ে আসেন। এবং বলাগড় সিজা কামালপুর বাসস্ট্যান্ডের কাছে একটি সুপার মার্কেটে ছিলেন। সেখানকারই একটি ঘর থেকে এই দিন হাত পা বাঁধা অবস্থায় ঝুলন্ত দেয় উদ্ধার হয়।
খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রথমে জিরাট আহমেদপুর হাসপাতালে পাঠায় এবং পরে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। আবার, ঘটনার পর বেশ কয়েকজন শ্রমিক পালিয়ে যাচ্ছিলেন। কিন্তু স্থানীয় লোকজন তা জানতে পেরে পুলিশকে জানান এবং পুলিশ মোট ২০ জনকে আটক করে। শ্রমিকদের নিজেদের মধ্যে গন্ডগোলের কারণে এই ঘটনা ঘটেছে কি না, তা জিজ্ঞাসাবাদের মাধ্যমে খতিয়ে দেখা হচ্ছে।