BREAKING: রাস্তা দিয়ে ত্রাণ শিবিরে যাওয়ার সময়ে বন্যার জলে ডুবে মৃত্যু হল ৭ বছরের এক কিশোরীর



নিউজ ডেস্ক - মুর্শিদাবাদের বড়ঞা ব্লকের অন্তর্গত জাওহরি ভড়ঞা গ্রামে ত্রাণ শিবিরে যাওয়ার সময় বন্যার জলে ডুবে মৃত্যু হল দিশা বাগদি নামে বছর ৭ বয়সী এক কিশোরীর।খবর পেয়ে ঘটনাস্থলে যান বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা গেলে ঘটনাকে কেন্দ্র করে বিডিওকে ঘিরে বিক্ষোভ শুরু হয় এলাকায়। ক্ষোভের মুখেও বিধায়ক জীবনকৃষ্ণ সাহাও।জানা যাচ্ছে , সকালে মায়ের সঙ্গে রাস্তা দিয়ে যাচ্ছিল ওই কিশোরী। প্রত্যক্ষদর্শীরা জানায়, সেই সময়ে হঠাৎ জলের স্রোতে তলিয়ে যায় দিশা। অনেক খোঁজাখুঁজি করার পর তার মৃতদেহ উদ্ধার হয়। 

 স্থানীয় এক বাসিন্দা বলছেন, "গ্রামের অবস্থা খুব খারাপ। একাধিক বাড়ি জলে ডুবে যায়। ছোট্ট একটা মেয়ে, জলের তোড়েই ভেসে গেল। "বিডিও গোবিন্দ দাস বলেন, “আমি সকাল থেকে গ্রামে আছি। খুবই মর্মান্তিক ঘটনা। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরিবারকে সাহায্যের আশ্বাস করছি।”

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন