নিউজ ডেস্ক - অসমের মরিগাঁও জেলার পবিতোরা বন্যপ্রাণী অভয়ারণ্যের কাছে এক বাইক আরোহীকে একটি গণ্ডার তাড়া করে থেঁতলে মেরে ফেলল। সেইসময় কিছু দূরে কয়েকজন মানুষের চিৎকার করলেও পিছু হটেনি গন্ডারটি। এই ভয়ানক ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।জানা যাচ্ছে, সাদ্দাম হুসেন নামে ওই যুবকটির বাড়ি কামরুপ মেট্রোপলিটন জেলায়। রবিবার পবিতোরা বন্যপ্রাণী অভয়ারণ্যের সামনে রাস্তায় দিয়ে সে বাইকে চেপে যাচ্ছিলে।সেইসময় অভয়ারণ্য থেকে গন্ডারটি রাস্তায় চলে আসে।আর ওই গন্ডারটিকে দেখে বাইক থামিয়ে দেয় সে।এরপর তাঁর দিকে গণ্ডারটি এগিয়ে যেতে থাকে। ফলে ভয়ে মোটরসাইকেল ফেলে মাঠে নেমে দৌড়তে শুরু করলে তাঁকে তাড়া করে গন্ডারটি।
প্রসঙ্গ অনুযায়ী, একটি গন্ডার ঘণ্টায় ৫৫ কিমি বেগে ছুটতে পারে।আর গন্ডারটি যখন ওই যুবককে তাড়া করে,তখন কিছুটা দূরেই কয়েকজন চিৎকার শুরু করেন।আবার কেউ কেউ ঘটনার ভিডিয়ো করেন।সেই মুহূর্তে গন্ডারটি সাদ্দামকে থেঁতলে মেরে মাঠের মধ্যে দিয়ে চলে যায়।গন্ডারটি চলে যাওয়ার পর সবাই সাদ্দামের কাছে গেলে দেখা যায়, তাঁর মাথা থেঁতলে দিয়েছে গন্ডারটি। এক বনাধিকারিক বলেন, “বন্যপ্রাণী অভয়ারণ্য থেকে বেরিয়ে এসে ওই যুবককে আক্রমণ করে গন্ডারটি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।”