নিউজ ডেস্ক - রবিবার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার অন্তর্গত মাতলা ২ পঞ্চায়েতের বিদ্যাধরী পাড়া কলোনি এলাকায় ঘুড়ি ওড়াতে গিয়ে আচমকা পাঁচিলের ছাদ থেকে পড়ে গিয়ে পেটে লোহার গ্রিল ঢুকে মৃত্যু হল এক নাবালকের ।স্থানীয় সূত্রে খবরে জানা যাচ্ছে, এইদিন ওই নাবালক ঘুড়ি ওড়াচ্ছিল।সেই সময় তারই আশপাশের কয়েকজন বন্ধু তাকে ডেকে নিয়ে বেল পারতে যায়।আর তখনই ক্যানিং ১ ব্লক বিডিও অফিসের পাশের ছাদ থেকে আচমকা পড়ে গিয়ে পাঁচিলের গ্রিলের রড তার শরীরের মধ্যে ঢুকে যায়।এরপর স্থানীয় বাসিন্দারা ওই বালককে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় দ্রুতও ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই নাবালককে মৃত বলে ঘোষণা করে।
মৃতের মা নাজমা খাতুন মোল্লা বলেন, “আমি বাড়ি ছিলাম না। ও খেলা করছিল। তারপর যে কী হয়ে গেল। প্রতিবেশীরা ডেকে বলল যে তোমার ছেলের দুর্ঘটনা ঘটেছে। দৌড়ে এসো। এরপরই শুনি এই ঘটনা ঘটেছে।”তবে,ক্যানিং থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।