Chandannagar Police-র মুকুটে নয়া পালক, দেশের সেরা ই-মালখানায় স্বর্ণ পুরস্কার পেল চন্দননগর পুলিশ কমিশনারেট

দেশের ১৬টি জাতীয় পুরস্কারের মধ্যে প্রথম স্বর্ণ পুরস্কার পেল চন্দননগর পুলিশ কমিশনারেট।

২৭ তম ই - গভর্নেন্স এর জাতীয় সম্মেলনে দেওয়া হয়েছে ১৬ টি জাতীয় পুরস্কার। পুলিশ স্টেশন ইনভেন্টরির সম্পত্তি রেজিস্টার ডিজিটাইজ করতে বারকোডের ব্যবহার -ই-মালখানা বিষয়টির ওপর শ্রী অমিত পি জাভালগি , পুলিশ কমিশনার, (প্রথম )স্বর্ণ পুরস্কার (চন্দননগর, পশ্চিমবঙ্গ সরকার) পেয়েছেন। পুরস্কার দিয়েছেন ডেপুটি চিফ মিনিস্টার অফ মহারাষ্ট্র দেবেন্দ্র ফড়নবিস।

২০২৪ সালের জন্য, পাঁচটি বিভাগ ছিল। যার অধীনে ই-গভর্নেন্স ২০২৪ এর জন্য জাতীয় পুরস্কার প্রদান করা হয় । এই বিভাগগুলি হল (i) সরকারী প্রক্রিয়া রি-ইঞ্জিনিয়ারিং, (ii) নাগরিক কেন্দ্রিক পরিষেবা প্রদানের জন্য উদীয়মান প্রযুক্তির প্রয়োগ, (iii) ই-গভর্নেন্সে জেলা পর্যায়ের উদ্যোগ, (iv) একাডেমিক ও গবেষণা প্রতিষ্ঠান দ্বারা নাগরিক কেন্দ্রিক পরিষেবাগুলির উপর গবেষণা এবং (v) শীর্ষ প্রযুক্তিগত সমাধান / উদ্যোগের প্রতিলিপি।

NAeG পুরষ্কার, ২০২৪ এর মধ্যে ছিলো : (i) ট্রফি, (ii) শংসাপত্র এবং (iii) স্বর্ণ পুরস্কারপ্রাপ্তদের জন্য ১০লক্ষ টাকা এবং রৌপ্য পুরস্কারপ্রাপ্তদের জন্য ৫ লক্ষ টাকা প্রণোদনা- যা জেলা/সংস্থাকে দেওয়া হবে প্রকল্প/কর্মসূচী বাস্তবায়ন বা জনকল্যাণের যে কোনো ক্ষেত্রে সম্পদের ঘাটতি পূরণের জন্য ব্যবহার করা হয়।

এই প্রোজেক্টটি ডেভলপ করেছে ডানকুনির ছেলে সপ্তর্ষি কাঞ্জিলাল। 

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন