Chanditala: আরজি করের প্রতিবাদের খবর পরিবেশনে বাঁধা! নীরব থাকবে হবে সংবাদমাধ্যমকেও উঠছে প্রশ্ন

নিজস্ব সংবাদদাতা: চন্ডীতলায় আরজি করের প্রতিবাদের খবর সংগ্রহ করতে বাধা বাম ছাত্র -যুব সংগঠনের। 

গতকাল রাত ৯টা থেকে ৯মিনিটের নীরবতা পালনের নামে চন্ডীতলা বাজারে অহল্যা বাই রোড অবরোধ করে প্রতিবাদে সামিল হয় SFI-DYFI সহ বামেদের বিভিন্ন সংগঠন। সেই খবর সংগ্রহ করতে গেলে বাধা দেওয়া হয়। খবর করতে হবে না বেরিয়ে যা! একদম চুপ কোন কথা হবে না গো গো.. বলতে বলতে সাংবাদিকদের দিকে তেড়ে যান কয়েকজন নেতা-কর্মী। 

লাইভ চলাকালীন ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। নানান ভাষায় আক্রমণ করা হয় ডিজিটাল সংবাদমাধ্যমকে। প্রশ্ন হচ্ছে আয়োজকরা নীরবতা পালন করতে পারেন। সংবাদ মাধ্যম তো খবর পরিবেশনের জন্য সেখানে গিয়েছে। তাদের খবর পাঠ করতে না দেওয়া, জোরপূর্বক নীরবতা পালন করতে বাধ্য করাটা কি আয়োজকদের কাজ ? এত সংবাদমাধ্যমের কন্ঠরোধের শামিল । 

গতকাল রাজ্য জুড়েই রাত ৯ টা থেকে ৯ মিনিটের জন্য নীরবতা পালনের খবর সম্প্রচার করেছে বিভিন্ন সংবাদমাধ্যম। নীরবতা চলাকালীনই সাংবাদিকরা খবর পাঠ করে সেই দৃশ্য তুলে ধরেছেন লাইভ। কোথাও বাধা দেওয়া হয়নি, কোথাও নীরবতা ভাঙা হয়নি। বাধা দেওয়া হয়েছে শুধুমাত্র চন্ডীতলায়। মেনস্ট্রিম মিডিয়া লাইভ করলে কি রুখতে পারতেন আয়োজকরা! কেন বারবার টার্গেট ডিজিটাল মিডিয়া আবারও জোরালো হচ্ছে সেই প্রশ্ন। 

তাই সংবাদমাধ্যমের কন্ঠরোধের প্রতিবাদে চন্ডীতলা বিধানসভা এলাকায় SFI, DYFI সহ বামেদের সমস্ত কর্মসূচি বয়কট করেছে DNN বাংলা।‌ যতদিন না তারা এই ব্যবহারের নিন্দা করে ক্ষমা চাইবেন ততদিন DNN বাংলা চ্যানেলে চন্ডীতলা এলাকায় বামেদের কোন খবর প্রচারিত হবে না সাফ জানিয়ে দিয়েছেন চ্যানেল কর্তৃপক্ষ।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন