নিজস্ব সংবাদদাতা, হুগলি: দুই ছাত্রীকে গাড়িতে তুলে নির্যাতনের অভিযোগে গ্রেফতার ২ যুবক। ঘটনাটি ঘটেছে হুগলির চন্ডীতলার জনাই এলাকায়। দুর্গাপুর রোডের পাশ থেকে উদ্ধার করা হয় দুই ছাত্রীকে।
জানা যায়, হুগলির চন্ডীতলার জনাই এলাকার দুই ছাত্রী একজন প্রথম বর্ষের একজন দশম শ্রেনীর।গত শনিবার সন্ধায় বাজারে গিয়েছিল দুই ছাত্রী।অভিযোগ রাস্তা থেকে তাদের চার চাকা গাড়িতে করে তুলে নিয়ে যায় পরিচিত দুই যুবক।রক্তিম মন্ডল ও সায়ন বিশ্বাস।বাড়ি ফিরতে দেরি হওয়ায় ফোনে যোগাযোগের চেষ্টা করে এক ছাত্রীর বাবা।কিন্তু মোবাইল সুইচড অফ ছিল।পরে বেশি রাতে খবর পেয়ে দুর্গাপুর এক্সপ্রেস হাইওয়ের পাশ থেকে তাদের উদ্ধার করা হয়।
গতকাল উদ্ধার হওয়া এক ছাত্রী, তার বাড়িতে জানায় তাকে নির্যাতন করা হয়েছে। এরপরই অভিযুক্ত দুই যুবকের বিরুদ্ধে চন্ডীতলা থানায় অভিযোগ দায়ের করা হয়। গ্রেফতার হয় অভিযুক্তরা।আজ তাদের শ্রীরামপুর আদালতে পাঠায় পুলিশ।
ইতিমধ্যেই পকসো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে চন্ডীতলা থানার পুলিশ।অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।নির্যাতিতাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।
অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতার বাবা অন্যদিকে অভিযোগ অস্বীকার অভিযুক্তির পরিবারের।