COLLAPSE : রূপনারায়নের কূলে ভেঙে পড়ল বাঁধ, গ্রামের জল ঢোকার আশঙ্কায় চলছে মেরামত

 


নিউজ ডেস্ক - শুক্রবার রাতে মহিষাদল অমৃতবেড়িয়া এলাকায় রূপনারায়ণ নদী বাঁধে ভয়াবহ ভাঙন লক্ষ্য করা যায় ।এলাকার লোকজন জানায়, ভাটার সময় মাটির নীচের অংশের মাটি নরম হয়ে ধসে যায়।  সন্ধ্যাবেলায় হঠাৎ করে নদী বাঁধ ভেঙে পড়ে।আর এইভাবে মাটি ধসতে থাকলে গ্রামে ডুবে যাওয়ার আশঙ্কা ছিল। অমৃতবেড়িয়া গ্রামপঞ্চায়েতের উপপ্রধান পরেশচন্দ্র পাণিগ্রাহী বলেন, “খবর পেয়েই আমি আসি। সত্যিই ভয়ঙ্কর পরিস্থিতি। সঙ্গে সঙ্গে বিডিওকে ফোন করি, সেচ বিভাগেও জানাই। প্রধানকেও জানিয়েছি। বিডিও এসেছিলেন। বহু রাত অবধি ছিলেন। সকলেই আসেন। রাত থেকেই কাজ শুরু হয়। বস্তায় মাটি দিয়ে আপাতত মেরামতির চেষ্টা চলছে। জালের মধ্যে ২০-২৫ বস্তা মাটি ভরে আটকানোর চেষ্টা চলছে। বর্ষা গেলে তারপর স্থায়ী কিছু ভাবতে হবে। ভাটার সময় নিচের দিকটা নরম হয়ে যায়। মাটি ধসে পড়ে।”

অপরদিকে গ্রামে জল ঢুকে পড়ার আশঙ্কা করে রীতিমতো গ্রামের বাসিন্দারা কান্নাকাটি শুরু করে দেন । স্থানীয় এক মহিলা বলেন, “সন্ধ্যা সাড়ে ৭টায় গোটা রাস্তা ভেঙে যায়। রাতে তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম। কান্নাকাটি শুরু হয়ে যায়। এরপর আধিকারিকরা এসে সামাল দেন পরিস্থিতি। আজ সকাল থেকেও কাজ চলছে।”ওইদিন প্রায় ১০০ মিটারের বেশি কংক্রিটের ঢালাই রাস্তা-সহ রূপনারায়ণের নদীর বাঁধ ধস জলে নেমে গেছে। মহিষাদলের বিডিও বরুণাশিস সরকার বলেন, “কিছু জায়গায় ফাটল ধরা পড়েছে। যা ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি। ফাটল যাতে আর না বাড়ে তার জন্য যা যা ব্যবস্থা নেওয়ার নেওয়া হয়েছে।”

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন