নিউজ ডেস্ক - সোমবার রাতে ঘটনাটি ঘটে বাঁকুড়ার ইন্দাস কোতুলপুর রাস্তার উপর জিনকরার কাছে বাইকের ধাক্কায় মৃত্যু হল চয়ন সেন নামে এক সাইকেল আরোহীর। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাইক আরোহীও।স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো কাজ সেরে ওই রাতে সাইকেলে করে ইন্দাসের পাহাড়পুর গ্রামে ফিরছিলেন তিনি।আর জিনকরার কাছাকাছি আসতেই একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাঁকে পিছন থেকে ধাক্কা মারে। ধাক্কার জেরে নিজেকে সামলাতে না পেরে রাস্তার উপর ছিটকে পড়েন ওই সাইকেল আরোহী।ফলে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
অপরদিকে সাইকেলে ধাক্কা দেওয়ার পরই বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়েন স্থানীয় ধরমপুর গ্রামের বাইক আরোহী সুজয় বাগদী।এরপর ইন্দাস থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ ও গুরুতর আহত ওই যুবক উদ্ধার করে ইন্দাস ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে ওই যুবক শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।