নিউজ ডেস্ক - দক্ষিণ দিনাজপুর জেলার তপন গ্রামীণ হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত নার্সকে গালিগালাজ ও মারধরের হুমকির অভিযোগ উঠছে নয়িমুদ্দিন মিঁঞা ও তার ছেলে মোতালেব মিঁঞার বিরুদ্ধে । এই ঘটনা নিয়ে বৃহস্পতিবার বিকালে জেলা শাসক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করালেন তপনের ব্লক স্বাস্থ্য আধিকারিক৷ আর এর পর থেকেই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন নার্স থেকে শুরু করে অন্যান্য স্বাস্থ্য কর্মীরা। মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে তাঁরা যে নিরাপত্তাহীনতা ভুগছেন সে কথা জানানো হয়েছে । এরপরেই জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তপন থানার আইসি-সহ পুলিশের সঙ্গে কথা বলেছেন ।
আরজি কর ঘটনা এখনও ঠাণ্ডা হয়নি আর তাঁর মাঝে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারিক সুদীপ দাস। সূত্রের খবর, বুধবার দুপুরে এক রোগী উচ্চ রক্তচাপ নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে আসেন।আর কিছু সময়ের মধ্যে আরও কিছু রোগী জরুরি বিভাগে আসেন।আর সেই সময় আচমকা প্রথমে যে রোগীর লোকজন এসেছিলেন নার্সকে উদ্দেশ্য করে কাজ নিয়ে নানা কথা বলে গালিগালাজ শুরু করে দেন বলে অভিযোগ। এমনকি মারধরেরও হুমকি দেওয়া হয়।