CONTROVERSY : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের ফোঁস করার নিদান দেওয়ার কথায় রাজনৈতিক বিতর্ক তুঙ্গে

নিউজ ডেস্ক - গত বুধবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলীয় কর্মীদের ফোঁস করার নিদান দিয়েছিলেন। তিনি বলেছিলেন,  "আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন।" কিন্তু তারপর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে নীচু তলার তৃণমূল কর্মী তথা নেতারা একের পর এক বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন। এরই সাথে হুমকি দিতে দিলেন অশোকনগর-কল্যাণগড় পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামী অতীশ সরকার। তিনি বললেন, “আপনার বাড়ির মা-বোনের বিকৃত ছবি করে আপনার বাড়ির দরজায় টাঙিয়ে দিয়ে আসব ।”

প্রথমত  আরজি কর কাণ্ডে তপ্ত বাংলা। আর তারমধ্যেই তৃণমূল নেতার এই রকম মন্তব্যে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে রয়েছে। তিনি বলেছেন, “মমতা বন্দোপাধ্যায় ফোঁস করতে বলেছেন, সাবধান হয়ে যান। আমরা পাড়ায়-পাড়ায় ফোঁস করলে, বাড়ি থেকে বেরোতে পারবেন তো?” তিনি আরও বলেন, “আমরা যদি ফোঁস করি, আপনার বাড়ির মা-বোনদের কুৎসা রটিয়ে যদি আপনার বাড়ির দরজায় টাঙিয়ে দিসে আসি, তাহলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না। ওই দিনটা আসছে। আমি দায়িত্ব নিয়ে বলে গেলাম।”

এই বক্তব্যের ভিডিয়ো নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লেখেন, “মুখ্যমন্ত্রীর নিদানের পরই তৃণমূলের ‘গুণধর’ লুম্পেন বাহিনীর ভাষণ শুনুন! অন্যায়ের প্রতিবাদ করলেই নাকি প্রতিবাদীদের বাড়ির মা-বোনদের বিকৃত ছবি দেওয়ালে টাঙিয়ে দেবে বলছে অশোকনগর কল্যাণগড় পৌরসভার কাউন্সিলরের স্বামী।” তবে, এখনও পর্যন্ত তৃণমূল কাউন্সিলের স্বামীর এই নিয়ে কোনও বক্তব্য দেখা যায়নি।বিজেপি নেতা সজল ঘোষ বলেন, “রাজনীতি করলে এই ধরনের কথা বলার অধিকার কোথা থেকে এসেছে। পুলিশের উচিত ওদের গ্রেফতার করা।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

1 মন্তব্যসমূহ

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন