নিউজ ডেস্ক - আসন্ন রঞ্জি মরসুমের সম্ভাব্য দল ঘোষণা করলো দিল্লি এন্ড ড্রিস্ট্রিক ক্রিকেট এসোসিয়েশন । দিল্লির টিমলিস্ট দেখে ভারতীয় ক্রিকেট অনুরাগীরা উত্তেজনায় ফুটতে শুরু করেছে। কারণ ২২ জনের স্কোয়াডে রয়েছেন দিল্লির ভূমিপুত্র বিরাট কোহলির নাম । রয়েছে জাতীয় দলের উইকেটকিপার বাটার ঋষভ পান্থ ।
দিল্লির নির্বাচক টিম তারাই বেঁচেছেন এই টিম । সোশ্যাল মিডিয়াতে দিল্লির এই টিম রীতিমতো ভাইরাল এখন। ২০১৯ পর এই প্রথম কোহলি - পান্থকে দিল্লির রঞ্জি দলে রাখা হলো।২০১২-১৩ মরশুমে উত্তরপ্রদেশের বিরুদ্ধে শেষ রঞ্জি ম্যাচ খেলেছিলেন বিরাট কোহলি।কোহলি দিল্লির হয়ে খেললে নিঃসন্দেহে দলের ওজন অনেকেটাই বেড়ে যাবে , তা আর বলার নয় । বিরাট কোহলি দিল্লির হয়ে কতো গুলো রঞ্জি ম্যাচ খেলে এটাই এখন দেখার বিষয়। কারণ পর পর অনেক আন্তজার্তিক ম্যাচ রয়েছে তার সামনে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের অলিখিত নিয়ম যে আন্তর্জাতিক দায়বদ্ধতা না থাকলে বাধ্যতামূলক ঘরোয়া ক্রিকেট। কিছুদিন আগে বিসিসিআই সচিব জয় সাহকে কিছুদিন আগে এই প্রশ্ন করা হলে তিনি বলেন "বিরাট - রোহিত দের মত প্লেয়ার দের দিলীপ ট্রফি খেলার জন্য জোর করতে পারি না দীলিপ ট্রফি খেললে ওদের চোট আঘাত লাগার ঝুঁকি বেশি থাকতে পারে ফলে আন্তর্জাতিক ম্যাচে খেলতে তাদেরও ওনাকে অসুবিধের সৃষ্টি হতে পারে।"