নিজস্ব সংবাদদাতা, ডানকুনি : মুখ্যমন্ত্রীর কনভয় আটকে তার হাতে চিঠি দিতে যাওয়ায় আটক এক তৃণমূল কাউন্সিলর। ঘটনাটি ঘটেছে ডানকুনি টোল প্লাজার কাছে । বীরভূম থেকে কলকাতা ফেরার সময় যখন মুখ্যমন্ত্রীর কনভয় ডানকুনি টোল প্লাজা পার হয়ে যাচ্ছিল তখনই হঠাৎই তার কনভয়ের সামনে এসে পড়েন ডানকুনি ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলী। তার হাতে ছিল একটি ব্রাউন রংয়ের খাম। সেটি তিনি এগিয়ে দিতে যান মুখ্যমন্ত্রীর দিকে। ঘটনায় ওই কাউন্সিলরকে আটক করেছে পুলিশ।
এদিন নিজে দাঁড়িয়ে থেকে মুখ্যমন্ত্রীর কনভয় পাস করারচ্ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার। কেন মুখ্যমন্ত্রী নিরাপত্তা বলায় ভেঙে একজন কাউন্সিলর গাড়ির কাছে গেলেন সে বিষয়ে জিঞ্জাসাবাদ করার জন্য ডানকুনি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলীকে থানায় নিয়ে যায় পুলিশ।
মুখ্যমন্ত্রী বীরভূম সফর সেরে কলকাতা ফেরার সময় ডানকুনি টোলপ্লাজার কর্মি আইএনটিটিইউসি র সদস্যরা পতাকা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। তখনই ঘটে এই ঘটনা। যদিও এ বিষয়ে তৃণমূল কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলীর দাবি এরকম কিছুই ঘটেনি।
গতকাল মুখ্যমন্ত্রী বর্ধমান যাওয়ার সময়ও এই কাউন্সিলর শুভজিৎ গাঙ্গুলীকে স্থানীয় বিধায়ক স্বাতী খন্দকারের সঙ্গে দেখা গিয়েছিল। আজকে আবারও বীরভূম থেকে মুখ্যমন্ত্রী ফিরবেন জানতে পেরে টোল প্লাজার কাছে দাঁড়িয়ে থাকে শুভজিৎ। মুখ্যমন্ত্রীর কনভয় আসতেই গাড়ির দিকে এগিয়ে গিয়ে ব্রাউন রঙের খাম দিতে চান তৃণমূল কাউন্সিলর। তখনই ধমক দেন পুলিশ কমিশনার। আটক করে ডানকুনি থানায় নিয়ে যাওয়া হয় তাকে। বেশ কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয় তৃণমূল কাউন্সিলরকে ।
তবে ওই খামে কি ছিল তা এখনো জানা যায়নি। যদি এলাকার উন্নয়নের দাবিদাওয়া হয় সেটা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেও জানানো যেত। এইভাবে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বলায় ভেঙে খাম দিতে যাওয়া নিয়ে উঠছে প্রশ্ন