নিউজ ডেস্ক - উত্তরবঙ্গে প্রচণ্ড গরমের মঙ্গলবার থেকে শুরু হয়েছে টানা বৃষ্টি ।এরই মধ্যে বেশ কিছু জায়গায় লাল সতার্কতা জারি করা হয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী টানা বৃষ্টির ফলে আরও দুর্ভোগ বৃদ্ধির আশঙ্কা রয়েছে।আবার গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের একাধিক জায়গায় ধস নেমেছে। তিস্তাবাজার থেকে কালিম্পং যাওয়ার রাস্তা আপাতত বন্ধ রাখা হয়েছ। শুক্রবার কালিম্পং জেলা প্রশাসন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘন্টায় দার্জিলিং, কালিম্পং জেলার পাশাপাশি সিকিমের গ্যাংটক, মংগন, নামচি-সহ একাধিক স্থানে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকায় ওই সকল জায়গায় লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও তিস্তা সংলগ্ন এলাকাতেও বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন।
কালিম্পঙে ভারী বৃষ্টি ও ধসের কারণে বন্ধ হয়ে গিয়েছে ১০ নম্বর জাতীয় সড়ক। শুক্রবার সকালে ফের বিড়িকদাড়ায় নতুন করে ধস নামে। জেলা প্রশাসন বিকল্প হিসাবে লাভা, আলগাড়ার রাস্তা ব্যবহারের নির্দেশ দিয়েছে । কালিম্পঙের ইয়াংমাকুম গ্রামে ট্রান্সফর্মার ধসের কবলে পড়ায় গোটা এলাকা এখন বিদ্যুৎহীন হয়ে রয়েছে। আগামী সাত দিনেও ওই পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা প্রায় নেই,। আর
সিকিমের আবহাওয়া দফতরের ডিরেক্টর ডক্টর গোপীনাথ রাহা বলেন,‘‘শনিবারের পর থেকে বৃষ্টির পরিমাণ খানিকটা কমে আসবে। তবে বিক্ষিপ্ত ভাবে বেশ কয়েক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার সর্বত্রই বৃষ্টি হবে৷ এই কারণে সিকিম-সহ উত্তরের প্রায় সবক’টি জেলাতেই লাল সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে পাহাড়ে ভারী বৃষ্টি চললেও সমতলে তার প্রকোপ কমে আসতে পারে।’’