নিউজ ডেস্ক - বহরমপুরে ভাগীরথী থেকে উদ্ধার হল বহরমপুর স্টেশন সংলগ্ন শিল্পতালুকের একটি বেসরকারি নার্সিংহোমে কর্মরত এক ২৩ বছর বয়সী নার্সের পচা গলার দেহ। পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ১০.৩০ নাগাদওই এলাকার কোদলা ঘাটে এলাকাবাসী একটি মৃতদেহ ভেসে উঠতে দেখেন। এর পর বহরমপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে সেই মৃতদেহ উদ্ধার করে। বাড়ির লোককে খবর দেওয়া হলে তাঁরা মৃতদেহ শনাক্ত করেন। জানা যাচ্ছে , গত বুধবার রাত ৮.০০ টার সময় ডিউটি শেষ করে হস্টেলে ফেরার কথাছিল কিন্তু সেখানে তিনি সেদিন ফেরেননি।
শুক্রবার ওই হস্টেলের কর্তৃপক্ষ বাড়ির লোকজনকে নিঁখোজ সংবাদ দেয় বলে দাবি মৃতার মায়ের। মেয়ের নিখোঁজ হওয়ায় অপহরণের দাবি তোলেন মৃতের পরিবার। যদিও বহরমপুর থানার পুলিশ তদন্তে নেমে জানতে পারেন ভাগীরথী সেতুতে একজোড়া জুতো দেখতে পায়। ভাগীরথী ঘেঁষা গান্ধি কলোনির বাসিন্দারা রাতে ওই এলাকায় গঙ্গায় ঝাঁপ দেওয়ার শব্দও শুনতে পান ।জুতো ও এলাকার সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ অনুমান করছেন যে ওই নার্স আত্মহত্যা করেছে । কিন্তু থানায় পরিবারের দাবি মেনে অপহরণের মামলা রুজু হয়।