DEATH : চিকিৎসকদের কর্মবিরতির জেরে মৃত্যু হল এক ব্যাক্তির , দাবি পরিবারের সদস্যদের

নিউজ ডেস্ক - চিকিৎসকদের কর্মবিরতির জেরে মৃত্যু হয়েছে এক ব্যক্তির , এমনটাই দাবি করছেন ওই ব্যাক্তির পরিবারের সদসরা।জানা যাচ্ছে ,গত ১৮ অগস্ট হরিপাল থানার নালিকুল সিনেমাতলা এলাকায় সদানন্দ পাল নামে ওই ব্যক্তিকে ধাক্কা মারে এক বাইক আরোহী।দুর্ঘটনায় মাথায় চোট পান তিনি। এরপর দুর্ঘটনাস্থল থেকে পুলিশ তাঁকে উদ্ধার প্রথমে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হলে পরে সেখান থেকে চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।এরপর আবার চুঁচড়া থেকে কল্যাণীতে স্থানান্তরিত করা হয় কিন্তু পরিবারের দাবি কল্যাণীর হাসপাতালে ভর্তি করাতে না পারায় কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যান তাঁরা। আর এরপর তাঁদের অভিযোগ, সেখানে চিকিৎসক না থাকার কারণে ভর্তি করাতে পারেননি।অবশেষে গত ২৯ অগস্ট বারাসতের বেঙ্গল নিউরো হাসপাতালে মৃত্যু হয় ওই ব্যাক্তির।  মৃতের পরিবারে দাবি নিয়ে একটি বিবৃতি এক্স হ্যান্ডেলে পোস্ট  করল তৃণমূল নেতৃত্ব।তৃণমূলের সেই এক্স হ্যান্ডেলে পোস্ট করা ভিডিয়োতে বলা হচ্ছে যে, দুর্ঘটনার পর প্রথমে পুলিশ সদানন্দ পালকে উদ্ধার করে কিন্তু চিকিৎসকদের কর্মবিরতির জেরেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

মৃত সদানন্দ পালের পুত্র সৌমেন পাল বলেন, “গত ১৮ ই আগস্ট বাইক দুর্ঘটনায় আহত হয় বাবা। সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেও নিউরো সার্জারি না হওয়ার কারণে ভর্তি নেওয়া হয়নি। এর পর কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে সেখানেও সেদিন নিউরো সার্জারি না হওয়ার কারণে ভর্তি করা যায়নি। ততক্ষণে বাবার অবস্থা খারাপ হতে শুরু করে। অ্যাম্বুলেন্স চালকের কথায় বারাসত বেঙ্গল নিউরো হাসপাতালে ভর্তি করা হয়। ওখানে অপারেশন করার পর ১১ দিন ধরে আইসিইউ-তে ভর্তি রাখা হয়। প্রায় তিন লক্ষ টাকা খরচ হয়ে যায় এবং গত ২৯ শে আগস্ট বাবার মৃত্যু হয়।”

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন