নিউজ ডেস্ক - সল্টলেকের সেচ আবাসনে কলেজ পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে ছড়াল চাঞ্চল্য । প্রাথমিকভাবে অনুমান ওই পড়ুয়া সেচ দফতরের আবাসন থেকে কলেজের বন্ধুদের সঙ্গে ঝামেলার জেরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। জানা যাচ্ছে শুক্রবারদুপুরবেলা আচমকা একটি জোরালো শব্দ শুনতে পান আবাসনের বাসিন্দারা।এরপর সেচ আবাসনের ও আশেপাশের বাসিন্দারা বেরিয়ে এসে দেখতে পান আবাসনের ঠিক সামনেই পড়ে রয়েছেন ওই কলেজ পড়ুয়া।দ্রুত বিধাননগর দক্ষিণ থানায় খবর দেওয়া হলে তারা এসে দেহটিকে উদ্ধারও করে।
জানা যাচ্ছে ওই আবাসনের পাঁচতলার ওপরের ছাদ থেকে আচমকাই ঝাঁপ দেন ওই কলেজ পড়ুয়া। ওই পড়ুয়া নিউটাউনের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।আর সেখানে বন্ধুদের সঙ্গে ঝামেলা হয় তাঁর। ফলে মানসিক অবসাদদের জেরেই আত্মহত্যা করেন।তবে ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় বাসিন্দা আদিত্য বন্দ্যোপাধ্যায় বলেন, "সেই সময় ছিলেন আমাদের পাম্প অপারেটর ও দু'জন নিরাপত্তারক্ষী। তাঁরা দেখেছেন। যে বিল্ডিংয়ে ঘটেছে সেখানকার বাসিন্দারা শব্দ পেয়েছেন। এর ওপর ভিত্তি করেই তদন্ত হচ্ছে। ওঁরাই ওই পড়ুয়াকে তুলে নিয়ে হাসপাতালে যান। সঙ্গে ওঁর মা ছিলেন। পাড়ার ছেলে, এই বিল্ডিংয়ে থাকে না।"