নিউজ ডেস্ক : দিল্লির আবগারি নীতি ‘কেলেঙ্কারি’ মামলায় আজ অর্থাৎ শুক্রবার জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল। তবে জামিন মঞ্জুর হলেও, অরবিন্দের গ্রেফতারি বৈধ বলেই মানছে শীর্ষ আদালত।
আদালত সূত্রের খবর, গত ৫ তারিখ এই মামলার রায় স্তগিত রাখা হয়েছিল। তখন তাঁর জামিনের আবেদন খারিজ হওয়ায় তার বিরুদ্ধে এবং সিবিআই যে দুর্নীতি মামলা দায় করেছিল তার জন্য দুটি পৃথক পিটিশন দায়ের করেছিলেন তিনি। তবে, যেহেতু এই মামলার প্রক্রিয়ায় অনেকদিন সময় লাগার সম্ভাবনা রয়েছে চলবে, তাই আপ(AAP) প্রধানের তথা দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করল আদালত।
প্রসঙ্গত উল্লেখ্য যে, গত ২৬ শে জুন দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল সিবিআই এর পক্ষ থেকে। তবে তারও আগে, ১২ জুলাই দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারির অভিযোগের প্রেক্ষিতে, ইডি যে মামলা দায়ের করেছিল, সেই মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন কেজরীবাল।