নিউজ ডেস্ক - কাঁথি এক নম্বর ব্লকের মহিষাগোঠ গ্রাম পঞ্চায়েত এলাকার বহু গ্রামে সরকারি পরিষেবায় পানীয় জল পান করে বহু গ্রামবাসী অসুস্থ।অসুস্ত হয়ে একাধিকজন স্বাস্থ্য কেন্দ্র ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গ্রামবাসীদের অভিযোগ, সরকারের দেওয়া পানীয় জল পান করার পর থেকেই গ্রামের একাধিক জন অসুস্থ হয়ে পড়েন। গ্রামের প্রায় প্রতি পরিবারেই কেউ না কেউ অসুস্থ বলে জানা যাচ্ছে।গ্রামবাসীরা জানিয়েছেন, গত তিনদিন ধরে পানীয় জল খাওয়ার পর থেকে একের পর এক ব্যক্তি অসুস্থ হয়ে এলাকার বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে ও হাসপাতালের ভর্তি হয়েছেন।আর ঘটনার পর থেকে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। আবার চিকিৎসা পরিষেবা ভালো না হওয়ায় হাসপাতালে নিয়ে যেতেও ভয় করছেন গ্রামবাসীরা।
গ্রামবাসীদের দাবি গ্রামের বহু মানুষ আর্থিক সমস্যার জন্য জল কিনে খেতে পারেন না । জানা যাচ্ছে স্বাস্থ্য দফতরের আশাকর্মীরা, ব্লকের স্বাস্থ্যকর্তারা গিয়ে এলাকা পরিদর্শন করে এসেছেন। তবে,এলাকার এই পরিস্থিতিতে স্বাস্থ্য দফতরের কোনও স্থায়ী প্রতিনিধি দল সেখানে গিয়ে চিকিৎসা শুরু করেননি। নন্দীগ্রাম জেলা স্বাস্থ্যে আধিকারিক চিকিৎসক অমিত কুমার দেওয়ান বলেন, “কাঁথির ১ ব্লকের মহিষাগোট গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামে অনেকে ডায়েরিয়ায় আক্রান্ত হয়েছেন। ৬০ জনকে বাড়িতেই চিকিৎসা করানো হয়েছে। ২২ জন হাসপাতালে ভর্তি। প্রত্যেকেই সুস্থ রয়েছে।”
Tags
WEST BENGAL