নিউজ ডেস্ক - দক্ষিণবঙ্গে টানা দুই - তিনদিনের বৃষ্টির পর কমেছে নিম্নচাপের প্রভাব। কিন্তু ডিভিসির জল ছাড়ার ফলে রাজ্যের একাধিক জায়গায় বন্যার পরিস্থিতি তৈরি হচ্ছে।আর তারপর সামনেই দুর্গাপুজো। আহববিদরা মনে করছেন যে পুজোর আগে ভয়াবহ বন্যা হতে পারে বাংলাতে।২ লক্ষ ১০ হাজার কিউসেক জল ছাড়ার ফলে বিপদসীমার উপর দিয়ে জল যাচ্ছে দামোদর, মুণ্ডেশ্বরী,রূপনারায়ণ নদীর।ফলে বাঁধ ভেঙে জল ঢুকছে আরামবাগ, খানাকূলে।
যদিও এই মুহূর্তে বাংলার মাথার উপর নিম্নচাপ নেই। নিম্নচাপ মধ্যপ্রদেশের দিকে সরে গেলেও বিপদ কমেনি। পুজোর আগে ডিভিসির জলে ভাসতে পারে হাওড়া, হুগলি,পূর্ব বর্ধমান,বাঁকুড়া। আর ইতিমধ্যেই বন্যা নিয়ে চিন্তায় রাজ্য প্রশাসনও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “খানাকুলে ৩৫ জন আটকে। রাত হয়ে গেছে। চিন্তায় আছি। হঠাৎ জল ছেড়েছে ডিভিসি। হেমন্ত সোরেনের সঙ্গে তিনবার কথা বলেছি। জানি না কী হবে। বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনার অনেকটাই ক্ষতির মুখে।”
Tags
WEST BENGAL