নিউজ ডেস্ক - ডিভিসির জল ছাড়ার ফলে রাজ্যের একাধিক জেলা জলমগ্ন হয়ে পড়েছে। এবার বন্যা বিপর্যস্ত অবস্থা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বনদ্যোপাধ্যায়।
শুক্রবার প্রধানমন্ত্রীকে চার পাতার চিঠি দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী রাজ্যের বর্তমান বন্যা পরিস্থিতি উল্লেখ করে লেখেন, “মাইথন ও পাঞ্চেত বাঁধ থেকে ডিভিসি অপরিকল্পিত এবং একতরফাভাবে ৫ লক্ষ কিউসেক জল ছেড়েছে। তার ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলি বন্যার কবলে পড়েছে। বন্যার জেরে পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া, হুগলি এবং হাওড়ার সাধারণ মানুষ বিপর্যস্ত। অতীতে কখনও ডিভিসি এত জল ছাড়েনি। এই বন্যার ফলে ৫০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষের জীবন ও সম্পত্তি বাঁচাতে রাজ্য সরকার তার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।”
এরসাথে ঘাটাল মাস্টার প্ল্যানেরও উল্লেখ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী লেখেন, “কেন্দ্রের কাছে ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যু আমরা অনেকবার তুলেছি। নথিও জমা দেওয়া হয়েছে। তারপরও কেন্দ্রের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি।” এমনকি সাম্প্রতিক অতীতে ঘাটালে এমন বন্যা হয়নি বলে উল্লেখ করেন।
আর সাথেও ডিভিসি এরকম একতরফা মনোভাব থাকায় তাদের সঙ্গে রাজ্যের সম্পর্ক ছিন্ন করা ছাড়া আর কোনও রাস্তা থাকবে না বলে চিঠিতে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। বছরের পর বছর রাজ্যের মানুষের সঙ্গে এই অন্যায় মেনে নেওয়া সম্ভব নয় বলে জানান তিনি। বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যেরও আবেদন জানান। কিন্তু কেন্দ্রের জল শক্তি মন্ত্রক ইতিমধ্যে জানালেন যে ডিভিসি রাজ্যকে জানিয়েই জল ছেড়েছে ।