নিউজ ডেস্ক - পুজোর বাকি হতে গোনা কয়েকদিন। আর এই পুজোর আবহাওয়া অনুযায়ী রাজ্যের বেশ কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস থাকছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুজোতে ঘূর্ণাবর্ত-অক্ষরেখার জেরে বৃষ্টি হবে । ফলে বাংলার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ-তে পরিস্থিতি নিয়েই বাড়ছে উদ্বেগ।
উত্তরবঙ্গের পাঁচটি জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। এরই সাথে রাজ্যের একাধিক জায়গায় বন্যায় বিপর্যস্ত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "বাংলার নয়, ভিনরাজ্যের জলে বন্যা হয়েছে রাজ্যে। এরই মধ্যে আবহাওয়াবিদরা বলছেন, বিহারের বৃষ্টিতে ডুবতে পারে মালদহের বিস্তীর্ণ অংশ।"
বৃষ্টি কমলে দক্ষিণবঙ্গে জল কমছে।কিন্তু চিন্তা বাড়াচ্ছে ডিভিসির জল ছাড়ার পরিমাণ আরও বাড়িয়েছে ডিভিসি। আজ, ডিভিসি ৩৩ হাজার কিউসেক হারে জল ছাড়ছ। আর ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। ফলে ডিভিসি বেশি জল ছাড়ে তবে পুজোর আগে ফের হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান, বাঁকুড়াতে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।