নিউজ ডেস্ক - মুম্বইয়ের লোয়ার পারেল এলাকায় টাইমস টাওয়ার বিল্ডিংয়ে শুক্রবার ভোর ৬.৩০ নাগাদ ভয়াবহ আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে শুরু করে একের পর এক তলা। কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে গোটা এলাকাতে। আগুন বেশি ছড়িয়ে পড়ায় তা নিয়ন্ত্রণ করতে কার্যত হিমশিম খেতে হয় দমকলকর্মীদের। আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একাধিক ইঞ্জিন। অগ্নিকাণ্ডে এখনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ওই দিন সকালে আগুন লাগার পর বিল্ডিং থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। দ্রুত দমকলে খবর দেওয়া হলে আগুন নিয়ন্ত্রণে দমকলের ৯টি ইঞ্জিন আসে। ল্যাডার ব্যবহার করে বিল্ডিংয়ে জল দেওয়া হয়। মুম্বই মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে জানানো হয় যে, লেভেল-টু আগুন লেগেছে। সাততলা ওই বিল্ডিংয়ের তৃতীয় তলা থেকে সাত তলা পর্যন্ত আগুন লাগে। তবে , ইলেকট্রিক ডাক্টের মধ্যেই আগুন সীমাবদ্ধ থাকে।কিন্তু কীভাবে আগুন লেগেছে, তা এখনও স্পষ্ট নয়। আগুন নেভানোর পরই তদন্তের মাধ্যমে সম্পূর্ণ তথ্য জানা যাবে বলে জানিয়েছে দমকল।