নিউজ ডেস্ক - রাজ্যে কয়েকদিনের বন্যা পরিস্থিতির পর আস্তে আস্তে বিভিন্ন এলাকা থেকে জল কমলেও এখনও হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরের অনেক এলাকাতেই জল জমে রয়েছে। কিন্তু এই বন্যা বিভিন্ন এলাকায় প্রাণ কেড়ে নিল হাওড়া চারজনের প্রান।
গ্রামে মধ্যে জল ঢুকেছে, সেই খবর পেয়ে কলকাতা থেকে বাড়ি ফেরার সময় শনিবার তলিয়ে যান সমর মাইতি নামে এক যুবক। তাঁর বাড়ি হাওড়ার জয়পুর থানার নকুবাড়ে। এরপর রবিবার সন্ধ্যায় সমরের দেহ উদ্ধার করেছে পুলিশ ও এনডিআরএফ। আর এই যুবককে নিয়ে বন্যায় জলমগ্ন হয়ে পড়া হাওড়ায় মৃত্যু হলো । তাদের মধ্যে তিনজন ছিলেন উদয়নারায়ণপুরের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, সমর কলকাতায় কাঠের কাজ করতেন। ওইদিন তিনি বাড়ি ফিরছিলেন । সেই সময়ে মুচিঘাটা-হাওড়া রাজ্য সড়কের উপর দিয়ে বইতে থাকা জলের মধ্যে তলিয়ে যান। রবিবার সকাল থেকে উদ্ধারকাজ শুরু করার পর সন্ধ্যায় মেলে তাঁর দেহ।
জল জমে থাকার কারণে উদয়নারায়ণপুর ব্লকের অসংখ্য রাস্তাঘাট ভেঙে গিয়ে এবং ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে উদয়নারায়ণপুর ব্লক থেকে অবশ্য রবিবারই জল নামতে শুরু করেছে। তবে এখনও অবধি আমতা দু’নম্বর ব্লকের সাতটি পঞ্চায়েত জল জমে রয়েছে। সেখানে ৩০টি শিবির খুলে ত্রাণ বিতরণ করা হচ্ছে বলে জানিয়েছেন আমতার বিধায়ক সুকান্ত পাল।