নিজস্ব সংবাদদাতা, হুগলি : ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪ বাতিলের দাবিতে গনইমেল কর্মসূচি হুগলির ফুরফুরা শরীফে।
সংসদে পেশ করা ওয়াকফ (সংশোধনী) বিল ২০২৪ নিয়ে নানান আপত্তির কারণে যৌথ সংসদীয় কমিটি গঠিত হয়।সেই কমিটির কাছে নিজস্ব মতামত পাঠাবার শেষ তারিখ ছিল ১৩ সেপ্টেম্বর । সময়সীমা মেনেই শুক্রবার ফুরফুরা শরীফে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ইমেইল করার জন্য একটি ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো রক্ষা করতে এই বিল বাতিল করার জন্য প্রচুর মানুষের সমাগম হয়। তাঁরা এই বিল বাতিল করার আবেদন জানিয়ে ইমেইল করেছেন। পীরজাদা আব্বাস সিদ্দিকীর নির্দেশে এই ক্যাম্পের আয়োজন করা হয়।
উল্লেখ্য গতমাসেই সংসদে ওয়াকফ সংশোধনী বিল পেশ করা হয়।তারপর থেকেই এই বিল নিয়ে আপত্তি উঠতে শুরু করে। ইতিমধ্যেই এই সংবিধান বিরোধী বিল বাতিল করার জন্য ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী জেপিসি চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন। আর শুক্রবার তার নির্দেশেই অনুষ্ঠিত হল ইমেল পাঠানোর কর্মসূচি।