GOLD & SILVER : সুবর্ণ সুযোগ , আজও কমল সোনা রুপোর দাম



নিউজ ডেস্ক - সেপ্টেম্বর মানেই শুরু হয়ে গেল পুজোর কেনাকাটি। আর কিছদিনের অপেক্ষা তারপরই বাঙালীর শ্রেষ্ঠ উৎসব ।জামাকাপড় কেনার সাথে সাথে কিনতে পারেন সোনা । আজও ফের কমল সোনার ও রুপোর দাম

আজ, ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম  ৬৬৬৮ টাকা। ১০ গ্রাম সোনার দাম  ৬৬ হাজার ৬৮০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ ৬ লক্ষ ৬৬ হাজার ৮০০ টাকা।যা গতকালের তুলনায় ১০০ টাকা কম।

আজ , ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৭২৭৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৭২ হাজার ৭৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ ৭ লক্ষ ২৭ হাজার ৫০০ টাকা।যা গতকালের তুলনায় ১০০ টাকা কম।

আজ, ১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৫৪৫৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৫৪ হাজার ৫৫০ টাকা। ১০০ গ্রাম সোনার দাম আজ ৫ লক্ষ ৪৫ হাজার ৫০০ টাকা। যা গতকালের তুলনায় ১০০ টাকা কম।

আজ সোনার সাথে সাথে কমেছে রুপোর দামও। ১০০ গ্রাম রুপোর দাম আজ ৮৪৯০ টাকা। ১ কেজি রুপোর দাম আজ ৮৪ হাজার ৯০০ টাকা।যা গতকালের তুলনায় ১০০ টাকা কম।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন