নিউজ ডেস্ক : আর জি কর কাণ্ডের পর থেকে সররকারি হাসপাতালগুলির নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। আর সেই বিষয় নিয়েই এদিন লালবাজারে বসেছিল নীলরতন সরকার মেডিকেল কলেজ-হাসপাতাল, এসএসকেএম, কলকাতা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, বাঙ্গুর হাসপাতাল, আর.জি কর মেডিকেল কলেজ-হাসপাতালের কর্তাদের নিয়ে বৈঠক। মূলত কলকাতার সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা কীভাবে আরও বাড়ানো যায় তা নিয়েই এই বৈঠক হয়। এই পাশাপাশি এখনও যে যে জায়গা গুলো খামতি রয়ে গিয়েছে, সেই দিকেও নজর দেওয়া হচ্ছে।
এই বৈঠকে রাতের দিকে হাসপাতালে নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। এছাড়াও প্রত্যেক জায়গায় ক্যামেরা রয়েছে কিনা, থাকলে সেগুলির সক্রিয় রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি রাতে বা দিনে বহিরাগতদের আনাগোনা আটকাতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়েও আলোচনা করা হয়েছে। এছাড়াও এইসব নামি সরকারি হাসপাতালে পুলিশকর্মী বাড়ানোর কথা উঠেছে। নীরপত্তার পাশাপাশি, রাতের হাসপাতালগুলিতে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা, চিকিৎসকদের বিশ্রাম কক্ষ এবং সেমিনার কক্ষের মতো জায়গা গুলিতে নিরাপত্তা বাড়ানোর কথা হয়েছে।