HFC : মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে উদ্বোধন হয়ে গেলো HFC র নতুন আউটলেট

 


নিউজ ডেস্ক : দূর্গা পুজোয় আড্ডা এবার আরো জমবে! কারণ প্রথমবার মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ এ উদ্বোধন হয়ে গেলো HFC এর একটি নতুন আউটলেট।  জঙ্গিপুর সুপার স্পেশালিস্ট হাসপাতাল এর এক নাম্বার গেটের ঠিক পাশেই এই নতুন শাখা পথ চলা শুরু করলো। আজ অর্থাৎ ২৯ শে সেপ্টেম্বর এই আউটলেটের  শুভ উদ্বোধন করলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান মহাশয়। এছাড়াও উদ্বোধনের দিনে ছিল বিশেষ অফার। মাত্র ২০০ টাকার বিল হলেই একটি করে মকটেল ফ্রি। 

এই নতুন আউটলেট উদ্বোধন হওয়ায় খুশি হয়েছেন এলাকার বাসিন্দারা। তাঁদের মতে, খাবারের গুণমান একদিকে যেমন ভালো অন্যদিকে ফ্রাইড আইটেমগুলির টেস্ট ও অসাধারণ। কেউ কেউ আবার জানায় যে এত রকম ভ্যারাইটির ফ্রাইড চিকেন আইটেম তারা আগে এই এলাকায় পায়নি। বাচ্চা থেকে বড়ো অনেকেই এদিন এই HFC র নতুন আউটলেটে খাওয়ার উপভোগ করতে দেখা গিয়েছিলো। 

এই আউটলেটের কর্তৃপক্ষ সন্দীপন সিংহ রায় জানান, " উদ্বোধনের সাথে সাথেই ভালো সারা পেয়েছি গ্রাহকদের কাছ থেকে। যা দেখে আমি খুব খুশি হয়েছি। আর ইচ্ছাও আছে রঘুনাথগঞ্জে আরো কিছু আউটলেট উদ্বোধন করার। বর্তমানে আমাদের সারা ভারতবর্ষে ৮০ টিরও বেশি আউটলেট রয়েছে। বাঁকড়া থেকে শুরু হয়েছিল পথ চলা। বর্তমানে কলকাতা, তারকেশ্বর, বর্ধমান, রামপুরহাট ও আরও অনেক জায়গায় আমাদের এই HFC র আউটলেট রয়েছে।"

তিনি জানান যে এখানে ফ্রাইড আইটেমের মধ্যে চিকেন স্ট্রাইপস, চিকেন বার্গার, পিজ্জা পাওয়া যাচ্ছে

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন