নিজস্ব সংবাদদাতা, হুগলি: নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। হুগলির হরিপাল থানা এলাকার ঘটনা। ইতিমধ্যেই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের খুঁজে বার করতে তদন্ত শুরু করেছে হরিপাল থানার পুলিশ।
শুক্রবার রাত আটটা কুড়ি নাগাদ হরিপাল থানার ১৮ নম্বর রুটে মহাদেব কোল্ড স্টোরেজ এর বিপরীত দিকে একটি বছর ১৫ এর নাবালিকা মেয়েকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিপাল থানার পুলিশ। মেয়েটিকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় পুলিশ।
হাসপাতালে নির্যাতিতা মেয়েটি জানায়, সে নবম শ্রেণীর ছাত্রী এবং স্কুল শেষে শেষ সিঙ্গুরের মৈনাক স্যারের বাড়িতে টিউশন পড়তে যায়। সেখান থেকে বাড়ি ফেরার সময় চারজন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী হঠাৎই তার পথ আটকায় এবং জোর করে তাকে একটি সাদা চারচাকা গাড়িতে তুলে নিয়ে যায়।
মেয়েটি আরো জানায়, তারা তাকে সিঙ্গুর রেলওয়ে স্টেশনে নামিয়ে দেয় এবং তাকে হরিপাল রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে নেমে বাজারের মধ্য দিয়ে হেঁটে যেতে বলে। তাদের নির্দেশে নির্যাতিতা মেয়েটি ট্রেন থেকে নেমে হরিপাল বাজার দিয়ে হাঁটতে শুরু করে। তখন সে জানতে কে বা কারা তাকে অনুসরণ করে হাঁটছে। এরপরেই নির্যাতিতাকে হরিপাল থানার অধীনে 18 নম্বর রুটের মহাদেব কোল্ড স্টোরেজের বিপরীতে একটি অন্ধকার জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর ও যৌন হেনস্থা করা হয় বলে নির্যাতিতার অভিযোগ।
মেয়েটির চিৎকারে স্থানীয় লোকজন দৌড়ে এলে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা চার চাকার গাড়িতে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ইতিমধ্যেই হরিপাল থানায় ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের ভিত্তিতে সেই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে হরিপাল থানার পুলিশ।
প্রসঙ্গত আরজিকর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। এই মামলার নিষ্পত্তির আগেই আবারো যৌন হেনস্থার অভিযোগ হুগলিতে।