Hooghly Police-র নয়া উদ্যোগ নারী নিরাপত্তায় জোর দিতে স্বাবলম্বী কোর্স চালু চন্ডীতলায়


নিউজ ডেস্ক :  নারী সুরক্ষার ক্ষেত্রে এক নয়া উদ্যোগ । বিবেকানন্দ একবার বলেছিলেন " The remedy of weakness is not brooding over weakness but thinking of strength" strength  যা মানুষকে empowered করে, তাকে শারীরিক এবং মানসিক বলে বলিয়ান হয়ে ওঠার উৎস সঞ্চালন করে এবং অবশ্যই তার প্রতিরক্ষা বা আত্মরক্ষার পাথেয় হয়ে উঠতে সাহায্য করে।


সেই উদ্দেশকে সামনে রেখে আজ অর্থাৎ ১৩/০৯/২৪তারিখে হুগলী গ্রামীন জেলা পুলিশের মাননীয় আরক্ষাধক্ষ শ্রী কামনাশীষ সেন, আই পি এস মহাশয়ের উদ্যোগে এবং চন্ডিতলা থানার পক্ষ থেকে স্কুলের ছাত্রীদের জন্য একটি আত্মরক্ষার (Self Defence) কোর্সের শুভ সূচনা করা হয়। হুগলী গ্রামীণ জেলা পুলিশের মাননীয় আরক্ষাধক্ষ এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। উপস্থিত  ছিলেন  অতিরিক্ত আরক্ষাধক্ষ শ্রী কৃষানু রায় মহাশয়, শ্রী স্বপ্নিল মানে তুকারাম, আই পি এস মহাশয় এবং অন্যান্য অধিকারিকগণ। 

গরলগাছা বালিকা উচ্চ বিদ্যালয় ও পশ্চিম তাজপুর দেবতাচরণ চট্টোপাধ্যায় উচ্চ বিদ্যালয়ের মোট  ৭৫জন বালিকাদের নিয়ে এই কোর্সের পথচলা আজ শুরু হয় এছাড়াও ড্রাগন মার্শাল আর্ট একাডেমির প্রশিক্ষক শ্রী দুলাল দাস এবং ক্ষুদে ছাত্রীরাও এই কোর্সের সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকবে। 


প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার করে মোট ২৪টি সেশন থাকবে এই  কোর্সে এবং সর্বশেষে তাদের একটি পরীক্ষা ও সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা থাকবে। স্কুলের ছাত্রীদের আত্মরক্ষার পঠনপাঠন দেওয়ার মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ আর তাই এই কোর্সের নাম রাখা হয়েছে "স্বাবলম্বী"।


Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন