নিজস্ব সংবাদদাতা, হুগলি: নবী দিবসে সম্প্রীতির নজির পারডানকুনিতে। মিছিলের সঙ্গেই প্যান্ডেলে গেলেন বিশ্বকর্মা।
সোমবার ইসলাম ধর্মের শেষ পয়গম্বর হজরত মহম্মদের জন্মদিন উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে ঈদ- এ- মিলাদ- উন- নবী। পশ্চিমবঙ্গে ইসলাম ধর্মাবলম্বীরা নানা রকম ধর্মীয় আচারের সঙ্গে এই দিনটি নবী দিবস হিসেবে পালন করে থাকেন।
নবী দিবস উপলক্ষে পার ডানকুনিতে একটি মিছিল অনুষ্ঠিত হয়। ধর্মীয় পতাকা হাতে নিয়ে মিছিলে পা মেলান আট থেকে আশি সকলেই। সোমবার সেই মিছিলেই দেখা গেল সম্প্রীতির নজির। ইসলামী মিছিলে সঙ্গেই মন্ডপে গেলেন বিশ্বকর্মা ঠাকুর।
উল্লেখ্য, মঙ্গলবার রয়েছে বিশ্বকর্মা পুজো। প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে সোমবারই বেশিরভাগ মন্ডপে পৌঁছে যাচ্ছে মূর্তি। পারডানকুনি এলাকায় নবী দিবসের মিছিল চলাকালীন মন্ডপের পথে নিয়ে যাও হয় বিশ্বকর্মা ঠাকুর। মিছিল ও দেবমূর্তি একসঙ্গেই নিজের নিজের গন্তব্যে এগিয়ে চলে। ঘটনায় ফের একবার সম্প্রীতির ছবি উঠে এলো পার ডানকুনি এলাকায়।