Hooghly: অন্য ভূমিকায় হুগলি গ্রামীণ পুলিশ! নিজেদের উদ্যোগে বন্যাদুর্গতদের পাশে পুলিশ কর্তারা

  নিজস্ব সংবাদদাতা, হুগলি:  বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে বিভিন্ন এলাকায় ত্রাণ বন্টন হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে। ডিভিসির ছাড়া জলে হুগলির খানাকুল আরামবাগ সহ একাধিক জেলা প্লাবিত।


রাস্তাঘাট  ধানের ক্ষেত থেকে বসত বাড়ি কার্যত জলের তলায়। চরম দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। আর এবার হুগলির বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ বন্টনের বিশেষ উদ্যোগ হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে।

এদিন প্লাবিত এলাকা পরিদর্শনে যান হুগলি গ্রামীণ পুলিশের কর্তারা। পাশাপাশি খানাকুল থানার রামচন্দ্রপুর কুশলী রাজহাটি এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষদের জন্য ত্রাণ সামগ্রী পৌঁছে দিলেন হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকরা। উপস্থিত ছিলেন  হুগলি গ্রামীন পুলিশ সুপার কামনাশিষ সেন, আরামবাগ এস ডি পি ও সুপ্রভাত চক্রবর্ত্তী, আরামবাগ আই সি, খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান, এবং খানাকুল থানার বিভিন্ন অফিসাররা।


বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় যে সমস্ত স্কুল বাড়িগুলোতে ত্রাণ শিবির খোলা হয়েছে এদিন সেই ত্রাণশিবির গুলোতেও পরিদর্শনে যান  হুগলি গ্রামীন পুলিশের কর্তা ব্যক্তিরা। অসময়ে এসপি সহ অন্যান্য পুলিশ কর্তাদের পাশে পেয়ে স্বভাবতই খুশি বন্যা দুর্গত সাধারন মানুষজন।

এ প্রসঙ্গে হুগলির গ্রামীণ পুলিশের পুলিশ সুপার কামনাশীষ সেন জানান, বিভিন্ন এলাকায় তারা এই ক্যাম্প করবেন‌ এবং প্রতিটি ক্যাম্পে বন্যা দুর্গতদের জন্য পুলিশের পক্ষ থেকে খাবার তৈরি করা হবে বিভিন্ন পঞ্চায়েত এলাকায়। মানুষের পাশে সর্বদা থাকবে পুলিশ।


পুলিশের পক্ষ থেকে রোজ এই ত্রান দেওয়া হবে। গ্রামীণ পুলিশের এই মানবিক দিক দেখে প্রশংসা করলেন খানাকুল এলাকার বন্যা দুর্গত সাধারন মানুষজন।


Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন