Hooghly: মর্তের অসুর দমন করতে মহিলা পুলিশের অভিনব উদ্যোগ, সাধুবাদ জনগণের

নিজস্ব সংবাদদাতা, হুগলি, আর কয়েক দিনের মধ্যেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মা দুর্গা অসুর দলনি রূপে মর্তে আসেন। দুষ্টের দমন করতে যেমন দুর্গার আগমন ঘটেছিল ঠিক সেভাবেই বর্তমানে মহিলা পুলিশ বাহিনী পথে নেমেছেন অসুর দমন করতে। 


দুর্গা পুজো উপলক্ষে উৎসবে মেতে ওঠে বাঙালি আর সেই উৎসবের মুহূর্তে যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় তার সমস্তই নিশ্চিত করে রাজ্যের প্রশাসন তথা পুলিশ বাহিনী। এবার মহিলাদের বিশেষভাবে সুরক্ষা দিতে প্রস্তুত মহিলা পুলিশ বাহিনী। 


রবিবার সন্ধ্যায় হরিপাল থানার মহিলা পুলিশ বাহিনী ও উইনার্স দল হরিপাল এলাকার উড়ে বাজার, গোপীনগর, খামারচণ্ডী, সিনেমাতলা, লোকোমঞ্চপাড়া, বাসুদেবপুর, মশাইমোর, চৈতন্যপুর, শীতলতলা, পোদ্দারমোরে বিভিন্ন স্থান পরিদর্শন করে এবং স্থানীয় জনসাধারণ ও মহিলাদের নিরাপত্তা সম্পর্কে তাঁদের সাথে কথা বলেন। 


 গ্রামীণ মহিলা পুলিশ বাহিনী তরফে এলাকার মহিলাদের সঙ্গে কথা বলা হয় এবং থানার যোগাযোগ নম্বরও সকলের সঙ্গে শেয়ার করা হয়। উৎসবের মরশুমে মহিলাদের বাড়তি সুরক্ষা দিতেই এই কর্মসূচি নেওয়া হয়। এই কর্মসূচি আগামীতেও চলবে বলে মহিলা পুলিশ বাহিনীর তরফে জানানো হয়েছে। স্থানীয় জনসাধারণও পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন




Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন