ILISH : অবশেষে বাংলার বাজারে দেখা মিলবে পদ্মার ইলিশের , আজ বাংলাদেশ থেকে রপ্তানি হবে ইলিশের

 


নিউজ ডেস্ক - দীর্ঘ অপেক্ষার পর অবশেষে বাঙালির পাতে পড়বে পদ্মার ইলিশ । মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতে ইলিশ রপ্তানির সম্মতি দিয়েছেন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ইলিশ রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করলেও গত কয়েক বছরে , দুর্গাপুজোর সময়ে ভারতে ইলিশ রফতানি করা হত । কিন্তু এবার হাসিনা সরকারের পতন ঘটায়, ইউনূসের তরফেও ইতিবাচক বার্তা পাওয়া যাচ্ছিল না। তাই তৈরি হয়েছিল সংশয়।তবে পরে ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় ইউনূস সরকার।

অবশেষে  বুধবার ইলিশ রফতানিতে ছাড়পত্র দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। আজ, বৃহস্পতিবারই রাজ্যে আগমন ঘটতে চলেছে পদ্মার ইলিশের।  সবকিছু মিলিয়ে মোট ২৪২০ মেট্রিকটন ইলিশ ভারতে পাঠানো হচ্ছে । এই অনুমতির মেয়াদ রয়েছে আগামী ১২ অক্টোবর পর্যন্ত।

জানা যাচ্ছে,আজ পেট্রাপোল সীমান্ত হয়ে ইলিশ পৌঁছবে হাওড়ার পাইকারি মাছ বাজার,  শিয়ালদহ, পাতিপুকুর ও শিলিগুড়ি পাইকারি বাজারে। আর তারপর সেই পাইকারি বাজার থেকে বিভিন্ন খুচরো মার্কেটে মাছ চলে যাবে। আজ বাংলায় ইলিশ এলেও বাজার থেকে ইলিশ কেনার জন্য আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে বাঙালিদের। তবে আমদানি হওয়া ইলিশ মাছের দাম কত থাকবে, তা এখনও ঠিক হয়নি।এইবারে ইলিশের দাম চড়া থাকার সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন ‘ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’ কলকাতার সভাপতি সৈয়দ আনোয়ার মাকসুদ।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন