নিউজ ডেস্ক - অবশেষে গতকাল বাংলাদেশ থেকে পদ্মা ইলিশ এল ভারতে। আর আজ অর্থাৎ শুক্রবার সকাল থেকেই হাওড়ার পাইকারি বাজার গুলিতে বিক্রি হচ্ছে সেই ইলিশ। পাইকারি বিক্রেতারা জানাচ্ছেন, হাওড়ায় মোট ১০ মেট্রিক টন ইলিশ এসেছে । আজকের মধ্যেই জেলার সমস্ত খুচরো বাজারে ইলিশ পৌঁছে যাবে।
আজ হাওড়ার পাইকারি বাজারে ইলিশের দাম কেজি প্রতি ১৪৫০ থেকে ১৬০০ টাকার মধ্যে রয়েছে। তবে ব্যবসায়ীরা জানাচ্ছেন যে জোগান এবং চাহিদার উপরে নির্ভর করে এই দাম পরিবর্তন হতে পারে। বাংলাদেশ থেকে ভারতে এখনও পর্যন্ত রাজ্যে মোট ৪০ মেট্রিক টন ইলিশ এসেছে। গতকালই পেট্রাপোল সীমান্ত হয়ে এ দেশে বাংলাদেশের ইলিশ প্রবেশ করেছে।তবে মনে করা হচ্ছে শুক্রবার পেট্রাপোল-বেনাপোল স্থলবন্দর হয়ে আরও কিছু পরিমাণ ইলিশ রাজ্যে ঢুকতে পারে।
হাওড়ার স্থানীয় একটি বাজারে মাছ বিক্রি করা সুকুমার মল্লিক বলেন, “পাইকারি বাজারেই ইলিশের দাম কেজি প্রতি ১৭০০ টাকা হয়ে যাচ্ছে। খুচরো বাজারে দাম আরও বাড়বে। ফলে কত জন ইলিশ কিনতে আগ্রহী হবেন, বোঝা যাচ্ছে না।” এরই সাথে কলকাতার ‘ফিস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশন’-এর সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ অবশ্য বলেন, ‘‘জোগান বাড়লে পুজোর আগে ইলিশের দাম কমতে পারে। সে ক্ষেত্রে পুজোয় মধ্যবিত্তের পাতেও পড়বে ইলিশ।”