নিউজ ডেস্ক - গত বৃহস্পতিবার বাংলাদেশ থেকে প্রায় ৫০ মেট্রিক টন ইলিশ বাংলায় এসেছে। কিন্তু, সেই ইলিশের আকার বেশ ছোট বলে জানা জানা যাচ্ছে।আর আকারে ছোট হওয়ার সত্ত্বেও, মাছগুলির দাম বেশি। পশ্চিমবঙ্গের মৎস্য আমদানিকারক সমিতির সেক্রেটারি, এসএ মাকসুদ বলেছেন, “বাংলাদেশ থেকে প্রায় ৫০ মেট্রিক টন ইলিশ পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছে। সপ্তাহান্তে আরও ৩০-৪০ মেট্রিক টন ইলিশ আসবে বলে আশা করা হচ্ছে।”
গত শুক্রবারের মধ্যে, বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া ইলিশগুলি, হাওড়া, শিয়ালদহ, পাতিপুকুর এবং শিলিগুড়ির পাইকারি বাজারে পৌঁছে গিয়েছিল।আর শনিবার থেকে স্থানীয় খুচরা বাজারগুলিতে ইলিশ পাওয়া যাচ্ছে।কিন্তু আমদানিকারকরা জানাচ্ছেন এই মাছগুলির গড় আকার ৭০০ গ্রাম থেকে ১ কিলোর মধ্যে হবে। এর আগের বছরগুলিতে পাঠানো ইলিশের গড় আকার ছিল ১ কিলো থেকে ১.৫ কিলো।আর চলতি বছর পাইকারি বাজারেই এই ছোট আকারের বাংলাদেশি ইলিশগুলির দাম পড়বে ১০০০ থেকে ১,৫০০ টাকা কেজি।আর আকার ছোটো এবং দাম বেশি হওয়ার কারণে আমদানিকারিরা মনে করছেন যে এই ইলিশ সাধারণ মানুষের পছন্দ হবে না।
Tags:
WEST BENGAL