India vs Bangladesh 2nd Test Match: কানপুরে দলে বদলের সম্ভবনা, টিম ইন্ডিয়ার খেলতে পারে তিনজন স্পিনার



নিউজ ডেস্ক - চেন্নাইয়ে মাঠে প্রথম টেস্ট ম্যাচে দাপটের সাথে জয় লাভ করে ইন্ডিয়া। শুক্রবার অর্থাৎ ২৭ সেপ্টেম্বর থেকে অনুষ্ঠিত হতে চলেছে দ্বিতীয় টেস্ট ম্যাচ যা হবে  উত্তরপ্রদেশের কানপুর গ্রিনপার্ক স্টেডিয়ামে।  গ্রিনপার্কের পিচ কিন্তু চেন্নাইয়ের মতো হবে না । লাল মাটির পিচ খেলা চলার সঙ্গে সঙ্গে চরিত্র বদল করবে। সে কারণেই ভারতীয় দলে বদলের সম্বভবনা রয়েছে। এই পিচ থেকে প্রেসারা তেমন সাহায্য পাবে না বলেই আশঙ্খা করা হচ্ছে ।

চেন্নাই মাঠে খুব বেশি ট্রান না থাকলেও সাহায্য পেয়েছে টিম ইন্ডিয়ার স্পিনাররা । প্রথম টেস্ট ম্যাচের দ্বিতীয় ইনিংস এ অশ্বিন ও জাদেজার জুটি বাংলাদেশের ব্যাটার দের ঘুম উড়িয়ে দিয়েছিল। কিন্তু কানপুর পিচ ধীরগতি উভয় দলের নির্বাচন পরিকল্পনায় পরিবর্তনের সম্ভবনা র ইঙ্গিত দিতে পারে। দ্বিতীয় টেস্ট ম্যাচে সিরাজ বা আকাশদ্বীপ এর জায়গায় তৃতীয় স্পিনার কুলদীপ বা অক্ষর প্যাটেলের খেলার সম্ভবনা দেখা যাচ্ছে । এই ম্যাচে বুমরাকেও বিশ্রাম দেওয়া হতে পারে । তবে ৩ জন স্পিনার খেলার সম্ভবনাই সবথেকে বেশি। তার মধ্যে কুলদীপ যাদবের খেলার সম্ভবনাই অত্যধিক। 

সোমবার চেন্নাইয়ে বাংলাদেশের নির্বাচক হান্নান সরকার জানিয়েছেন, চতুর্থ দিনে ব্যাট করার সময় বাঁ হাতের তর্জনীতে চোট পাওয়ায় শাকিব আল হাসান নাও খেলতে পারেন। পাশাপাশি নাহিদ রানার জায়গায় বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে অন্তর্ভুক্ত করতে পারে বাংলাদেশ। সফরকারী দলে আছেন অফ স্পিনার নাঈম হাসানও। বাংলাদেশ তাদের লাইন আপে তিনজন স্পিনার রাখতে চায়।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন