ভারতীয় রেলওয়ের তরফ থেকে জানানো হয়েছে, ওয়েটিং টিকিট নিয়ে আরও কড়া নিয়ম নিয়ে আসা হচ্ছে।আর সেই নতুন নিয়ম অনুযায়ী ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা অনলাইন কিংবা অফলাইন টিকিট কাটার পরও সংরক্ষিত কামরায় উঠতে পারবেন না। রেলের তরফ থেকে পরিষ্কার জানানো হয়েছে, যদি কোনও যাত্রী ওয়েটিং টিকিটসহ যাত্রার সময়ে ধরা পড়েন,তাহলে তাদের জরিমানা করা হবে এবং পরবর্তী স্টেশনে নামিয়ে দেওয়া হবে।
এর সাথে রেল আরও জানায়, দূরপাল্লার ট্রেনে সংরক্ষিত কামরায় অতিরিক্ত ভিড় যাতে না হয় এবং বৈধ টিকিটের যাত্রীদের সফর যাতে আরামদায়ক হয়, তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি কোনও যাত্রীর টিকিট কনফার্ম না হলে ট্রেনের চার্ট তৈরির পর নিজে থেকেই ওয়েটিং লিস্টে থাকা সমস্ত ই-টিকিট বাতিল হয়ে যাবে। নির্দিষ্ট ফি কেটে নিয়ে যাত্রীদের সেই টিকিটের দাম ফিরিয়ে দেওয়া হবে।এর সাথে যারা অফলাইনে টিকিট কাটছেন, তারা টিকিট নিয়ে কাউন্টারে জমা দিন। নির্দিষ্ট ফর্ম পূরণ করার পর রিফান্ড পাওয়া যাবে।
তবে, যদি ওয়েটিং লিস্টে থাকা কোনও যাত্রী ট্রেনে যাত্রার সময়ে ধরা পড়েন, তাহলে তাদের মোটা টাকা জরিমানা দিতে হবে। কোনও যাত্রী যদি এসি কোচে যাত্রা করতে গিয়ে ধরা পড়েন, তবে ট্রেনের ভাড়া ও অতিরিক্ত ৪৪০ টাকা জরিমানা দিতে হবে। যদি স্লিপার কোচে সফর করতে গিয়ে ধরা পড়েন, তবে টিকিটের মূল্য ও ২৫০ টাকা জরিমানা দিতে হবে।