নিউজ ডেস্ক - বুধবার নবান্নে হরিয়ানাতে পিটিয়ে খুনের ঘটনায় মৃত দক্ষিণ ২৪ পরগনার পরিযায়ী শ্রমিকের স্ত্রী শাকিলা সর্দার চাকরি দিল রাজ্য সরকার।তিনি আজ নবান্নে চার বছরের শিশুকন্যাকে নিয়ে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন। এরপর মুখ্যমন্ত্রী মৃতের স্ত্রীর হাতে নিয়োগপত্র তুলে দেন। নিয়োগপত্র অনুযায়ী বাসন্তীতে ভূমি ও ভূমি সংস্কার দফতরে এক বছরের জন্য অ্য়াটেনডেন্ট এবং পরে গ্রুপ ডি পদে যোগ দেবেন তিনি।
প্রসঙ্গ অনুযায়ী , গত ২৭ অগস্ট হরিয়ানাতে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলার বাসিন্দা সাবির মল্লিককে পিটিয়ে মারা হয় হরিয়ানাতে। তিনি হরিয়ানায় কাজ করতেন। জীবনতলায় বাড়ি থাকলেও বিয়ের পর স্ত্রী ও শিশুকন্যাকে নিয়ে বাসন্তীতে চলে আসেন তিনি।তাঁরা হরিয়ানা থেকে বছরে একবার বাড়ি আসতেন। হরিয়ানার চরখি দাদরি জেলায় গত ২৭ অগস্ট কয়েকজন তাঁকে ডেকে নিয়ে গিয়ে গোমাংস খেয়েছেন সন্দেহে তাঁকে মারধর করে খুন করা হয়। সাবিরকে পিটিয়ে খুন করার ঘটনায় ২ নাবালক-সহ সাতজনকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ।তবে, এই ঘটনার নিন্দা করেছেন রাজ্যের শাসকদল।
Tags
WEST BENGAL